তুমি নেই শোকের মাতন নামলো আমার বাড়ি
বন্ধু তুমি ঘরনী তুমি ছিলে আমার জনম জনমের সাথী।
পথে প্রান্তরে হায়রে আনন্দ আর উল্লাসের হাসি
নিভিয়ে গেল এক মূহর্তে করলে আমায় সুখের অনাহারি।
কত রাতে চাঁদের আলো নামিয়েছিলে সুখের পরশ দিয়ে
হায়রে হায় সব কিছু আজ হারিয়ে গেল অমাবশ্যার ঘোর অন্ধকারে।
অনাহারি ছেলে আমার পায়না পরশ মায়ের
মেয়ে আমার বুঝলনা যে, দাম কি মায়ের দুধের।
সন্তানেরা শুধবে কি ঋণ, নাকি তুমিই ঋণী হলে
মনের মধ‌্যে দ্বিধা দন্ড এমন করে কেন রেখে গেলে।
ওগো বিধি লক্ষ প্রশ্ন জাগে আমার মনে
যদি এমন করেই ভাঙ্গবে মেলা
কিসের আবার দোকান তোমার কিসের বেচাকেনা।
সব কিছু আজ থাকলো পরে কতই সোনাদানা
রং বেরংয়ে পোশাক কত, কতই বাহানা
দিবে কিনা বল প্রিয় কথা দিতে হবে।
কত কথা কত আশা কতই স্বপ্ন দেখা
থাকলো পড়ে সব কিছু আজ শুধুই গেলে একা।