অশ্রুতে ভরা চোখ জানিনা কার ঠিকানা খোজে
নাকি হারিয়েছি যাকে তার  ব্যাথায় ব‌্যকুল হয়ে
পুরনোকে খুজে ফিরে, প্রশ্ন নিজেই নিজের মাঝে,
বার বার তারে ফিরে আনি কেমন করে
সেতো বোঝেনা বড়ই নিষ্ঠুর
খোয়া গেছে সম্মান তার বড্ড অহংকারে।
নিজের জেদ এতটাই ভাঙলো সংসার খেলার ছলে
কারো কথার ধার ধারেনা
নিজেই নিঃশ্বেষ হলো শুধুই জেদের বসে,
কতই অনুনয় আর কত বিনয়
এ সবের কোন দামই নেই তার কাছে
শুধু শুধু পরে আছে অন্যের আশ্রিতা হয়ে।
সুখ কি নেই পৃথিবীর আর কোন খানে
এত বেশি ঢং দেখালে লাভ কি হলো
আজো ঘর পাতলেনা,
তুমি যে ভালো তার প্রমাণ দিতে
এত বছর লেগে গেলো।
আজতো কুড়ি থেকে হয়ে গেলে বুড়ি
তাই কি পড়লো মনে
ভুল তোমার নেই কি?
বসো দুদন্ড কথা বলে মনের সাথে যুদ্ধ কি আর করি
ভালোবাসা মরে নাই আজো বেঁচে আছে
তাইতো ফেরাবোনা আরো কাছে এসো হাত দুটি ধরি
তোমার ঘরেই তোমার নিবাস
আমাকে আর বানাইয়না পরবাসী।