আশ্রইহীন জীবন আমার আশ্রইয়ের অভাব
নষ্টামী আর নষ্ট করা কথায় কথায় মিথ্যে বলা
তোমার মত পশু যারা তাদের এমন স্বভাব।
হায়রে হায় এই দুনিয়ায় ভাল মানুষের অভাব।
কেমন করে থাকব টিকে যুদ্ধহত জীবন নিয়ে
কেবা দিবে জায়গা আমায় কেবা দিবে বাড়ী
ভাবতে আমায় অবাগ লাগে,ভাত পায়না দুদিন বাদে
আজকে দেখি তারাই চালায় গাড়ী।
হায়রে হায় কেমন করে পেল তারা এমন বাহাদুরী।
লুটেপুটে খাচ্চে তারা যেথাই যেখান পায়
ঘুরে ফিরে দিনে রাতে আরো কোথায় যায়,
দিনের পরে রাতের ঘোরে নামে অন্ধকার
এমন ভাবে চলে তারা দুনিয়াই বুঝি খায়।
এরাই আবার বড় মানুষ সমাজ পতির দল
অকাম কুকাম করে আবার, বলে তারা সরসরিয়ে চল
নানান দেশের নানান কথা নানান রঙের ঢেউ
উতাল পাতাল ঢেউয়ের খেলায় বলে তারা রঙ ছিটিয়ে চল।
এই দুনিয়ায় আসল মানুষ কেবা কারা চেনা কি আর যায়
সবাই আছে পায়রা হয়ে ঘুঘু চেনা দায়।