জীবন হলো সোনার খাঁচা তুমি হলে পাখি
যাইওনাগো কোনদিনও আমায় দিয়া ফাঁকি।
যতন করে বুকের মাঝে তোমায় আগলে রাখি
না জানিয়ে যেওনাগো বন্ধ হবে আঁখি।
সকাল বিকেল স্মৃতির পাতায় কত কি যে লিখি
ঘুমের ঘোরে তোমায় নিয়ে কত স্বপন দেখি।
অবাক চোখে জোসনা ঝরে ঘোর অন্ধকারে
আলোর প্রদীপ নিভাইয়না এত আশা দিয়ে।
মান সম্মান সব হারালাম প্রেমের পাগল হয়ে
ভালোবাসা থাকে যেন জন্ম জন্মান্তরে।
দুঃখের পরে সুখ আসবে ধরেই নিলাম আগে
হাজার সুখেও ভুলোনাগো আমায় কোনদিনে।
মৃত্যু আসুক জীবন দিব বড্ড হাসি মুখে
ভয় করিনা তুমি যদি থাকো আমার পাশে।
কত কষ্ট পাড়ি দিলাম গভীর সাগর জলে
সমনে আছে শুভ দিন কিসের আগে পরে।
যাওনা তুমি যবে কোথায় আমায় সাথে নাও
হাসি মুখে বিলিয়ে দিব পুরো জীবন টায়।
তুমিই আমার জীবন মরণ তুমিই আমার জান
যাইওনাগো দুরে সরে দেহে আমার থাকবেনা যে প্রাণ।
জীবন হলো সোনার খাঁচা তুমি হলে পাখি
যাইওনাগো কোনদিনও আমায় দিয়া ফাঁকি।