দাঁড়াও গিয়ে ও ভাই মুক্তির দিশারী
মুক্তিযোদ্ধাদের পাশে
তারাইতো দিয়ে গেছে প্রাণ
মাঠে মাঠে গেয়েছিল বিজয়ের গান।
দেখেনিতো পিছন ফিরে হয়ে গেছে কি
নেয়নিতো খোঁজ প্রিয়তমার যে ছিল আপন ঘরনী।
নয় মাস যুদ্ধে কেউ কেউ হারিয়েছে সব
আজো ফিরেনি ঘরে, এমনও অনেক লোক আছে
দাড়ি,গোফ কাটবার সময়তো নেই
কারো কারো ভিটে মাটি শেষ।
শুধু ছিল চেষ্টা শত্রু নিপাত যাক
আর অগনিত আশা বাংলাই আমার মাত্রি ভাষা থাক
বুকে নিয়ে বল জিতায় প্রত্যেয়
স্বাধীনতা মোরা ছিনিয়ে আনবই।
সব হলো শেষে বিজয় আনলাম মোরা ছিনে
স্বপ্ন দেইনি হতে ম্লান
তোমরা কি রেখেছো এ বিজয়ের মান?