আমারে একা করে কেন চলে গেলে
কি অপরাধে আমায় এত সাজা দিলে।
জানিনা কি আমার অপরাধ
মানিনা তোমার দেওয়া অবাঞ্চিত অপবাধ
শুধু জানি ছলনায় তোমার বসবাস।
হাত দুটি ধরে কত অনুনয়ে বলেছিলে
ভালবাসার মায়াজালে আজ বাঁধলাম
তোমার আমার জীবন স্বপ্ন খেলা,
আজতো সবই গেল সঙ্গী হলো শুধুই জ্বালা।
হায়রে স্বাধের ভালবাসা
কত দিনের কত স্মৃতি কত বেদনায় গড়া
থাকলো কি আর বিবেক আমায় করছে তারা।
আমার জীবনে প্রথম তোমায় দিয়েছিলাম ঠাঁই
কোন কিছু ভেবে নয় ভাললাগাই মনটা দিয়েছিলাম।
সেই কি আমার অপরাধ
বিন্দু বিন্দু করে জমানো ভালবাসায়
তোমায় দিয়েছিলাম ভাগ।
তাই বুঝি হৃদয়ে দিলে এত বড় দাগ।
সহেনা পরানে আর
ভেবনা করবনা আসামী বিবেকের কাঠগড়াই।
মনে রেখ তুমিই একদিন খুজবে আমায়
যেদিন পাশে রবেনা আর কেউ,
নিরর্জন অন্ধকারে যখন চলবে পথ
শুধুই খুজবে আমায় সময় হবে হয়তো আরো গতিময়
সবাই থাকবে তোমার পাশে শুধু আমি নয়,
জীবন বিলিয়ে যাবে হয়তো মরুভুমির ধুলোর মতই।
রুমালে মুচবে চোখ থাকবেনা পানি
শুধু হাহাকার করবে হৃদয় তোমার।
থুবরে পরবে তোমার সমস্ত নিথর দেহ
আচমকায় রয়ে যাবে কখন যেন মৃত্যু এসে করবে আমায় গ্রাস
সেদিন বুঝবে তুমি ফেলে আসা স্মৃতির মূল্য
মূল্য কত ছিল ভালবাসার।