পর মানুষকে আপন ভেবে ভেবে আজ ক্লান্ত হয়েছি আমি
পরিশেষে উপলব্ধি এই
পৃথিবীতে কেউ আপন নয় সবাই ছেড়ে যাবে এতটুকুই জানি।
যার কাছে নিতে চাই ঠাঁয় সেই আরো বেশি দুঃখ দেয়
মেনে নেওয়া তো দুরের কথা
কষ্টের পাহার ভেঙ্গে পরে সারা দেহটাই।
শান্তনা এতটুকু,ভয় নেই রাত পোহালেই ঘুচবে অন্ধকার
তবু যেতে চাই বহুদুর দুরান্তে সিমানা ছাড়িয়ে
যদি কারো দেখা পাই।
আবেগের বসে নানা কথা নানা ভঙ্গিমায়
বলে যেতে হয় পরিস্থিতির স্বীকার
তাই বলে কি নেই কোন অধিকার
কাউকে ছুয়ে দেখার।
আপন মানুষ পর যদি হয়, ভেবে নিবে সে তোমার যোগ্য নয়
হাল ছেড়োনা সামনেই আছে হয়তো হবেই তোমার অনুনয়।
পথে পথে ঘুরে হাজারো পথের ধুলোয় গা ভাসিয়ে দিয়না
যে তোমার, তাকেই ধরো, আসবেই একদিন তোমার সময়।
সেই দিন আর বেশি দুরে নয়
মনের জায়গায় রেখ তারে, করিয়ে আদর ভালবাসায়
আর থেকোনা অন্যের পথ চেয়ে
যে তোমার যোগ্য হয়ে আসবে তাকে ধরে নিও আপন ভালবাসায়।