বিকেল শেষে যেমন করে সন্ধ্যা নামে
পাখিরা যায় নীরে ফিরে
হৃদয় ব্যাকুল আমার জন্মভুমির টানে
সকল কাজ শেষে তাইতো বারে বারে আসি ফিরে
আমার ছোট্ট নীরে।
সুখ কিবা দুঃখ অত কিছু ভাবার সময় নেই
শান্তিতো রাতে ঘুমানোর পরে।
নিজ গৃহে বাস, হবনা যে আর কারো দাস
সমাজের লাঙ্চনা কুশলের অবকাশ
দুদন্ড সময় চায়ের দোকানে
নয়কি অপব্যয়।
তার চেয়ে ভাল কিছু টাকা জমে সামনের মাসে
গ্রাম থেকে ঘুরে আসা যাক।
নীরবে কেঁদে কেঁদে হৃদয়ের অবক্ষয়
দেখব কত আর
দাও বলে ওগো জন্মভুমি আমায়।
পারনাকি দিতে ওগো বিধাতা অযশ্র টাকার পাহাড় গড়ে
কেন দিয়েছো মোরে দুর দুরান্তের পথে নিংরানো হাতে।
অঢেল অট্টালিকা দিয়েছো যারে
তারাতো নেয়না খোঁজ
ভাত আছে কিনা গরিব দুঃখীর পেটে।
ইচ্ছে আমার অঢেল, নেই কোন টাকা কড়ি হাতে
তবুও আশা জাগে
যদি সেই দিন আসে আমি যাবই যাব
সেই সব মানুষের পাশে সামনের কোন এক মাসে।