আশার আলো তুমি মোর জীবনের তরে
তাইতো এত ভয় তোমায় নিয়ে
হারিয়ে যেওনা কভু অবজ্ঞার ছলে।
ভুল যদি হয় ক্ষমা করে দিও
নম্রতায় সাদরে করব গ্রহণ অনুনয়ের ছলে
তবুও হারিয়ে যেওনা আমায় ফেলে।
নির্জন রাতের ঘুমন্ত পৃথিবীকে
যেমন করে জাগায় ভোরের আলো
তেমনি তোমায় ফেরাব আমি
ভুলের সাগর থেকে,
আশাহত মন নির্জন রাত সব কিছুই বাঁধা
এ আর মানিনা আমি
সত্যি করে বল ওগো তুমি আসবে কবে।
আষার শ্রাবণ ভাদ্র যায় তবু দেখা নাহি মিলে
আশার বাঁধ ধরে রাখব আর কতক্ষনে
তুমি আসবে ফিরে এ আমার বিশ্বাস
এর বেশি কিছু মানিনা
মানবনা আর কোন অজুহাত
তুমি আসবে ফিরে এ আমার বিশ্বাস।