আমার সকল আশার তরী তুমি ছিলে একদিন
ওগো ছলনাময়ী
নিভিয়ে দিলে আলো জীবনের তরে
অন্ধকারে রেখে দিলে আমায়
অলোকিত জীবনের ছলে।
ভুল বুঝে তুমি আমায় করলে অবহেলা
জীবন গেলেও যাবে, চাইবনা তোমার পানে।
আমি নিঃশ্ব আজ বড় আশাহত
অবাক চোখে তাকিয়ে থাকি তোমার পানে।
হায়রে প্রেম আমায় দিলে ভুলেও যায়না চেনা
জীবন ঘিরে ছিল তোমার আনাগোনা।
চিনতেই পারিনি তোমায়
হয়তো আমার ছিল অন্ধের ভালবাসা,
তাইতো তুমিও নিয়েছ সুযোগ
ছিল আমার যত দুর্বলতা।
তাতেই ধন্য আমি
ওগো ছলনাময়ী
তুমিই শ্রেষ্ট আর শ্রেষ্ট তোমার ভালবাসা।