আমি ভাল নেই ভাববার অবকাশ নেই
তুমি ভাল থেকে,
সুখের বসত হোক তোমার আঙ্গিনায়
তোমার ঘরে জোসনার আলো পড়ুক সারা রাত ভর।
আমি নিশ্চুপ থেকে দেখে যাব তোমার সুখ
তুমি ভাল থেকো
আড়ালে লুকিয়ে কেঁদনা
কষ্ট বেড়ে যাবে আমার,
শান্তির ঘুম ভাঙ্গিয়ে দিওনা।
আমি ঘুমন্ত এক মানুষ
তোমার পথ ছবি আঁকি আর নিজে নিজে ভাবি
কে তুমি?
কেন এসেছিলে
আর কেনইবা নিজেকে আড়াল করে নিলে
তোমার চাহনি বড্ড মিষ্টি
আজো ভুলতে পারিনি
আর হাসি নাইবা বলি
লোকে বলবে।
কেন, কেন আমায় ফেলে গেলে
কি অপরাধে আমায় একাকিত্ত বানালে
ভাল ছিলাম তোমায় পেয়ে।
অজনায় কেন হারালে!
জবাব চাইনা, ভাল থেকো সুখী হও
নতুন জীবন তোমার বড় মধুময়
আর আমি তোমার অগচরে রয়ে গেলাম
সারা জীবন ভর।
হায়রে ভালবাসা, আমার আঙ্গিনায় জন্ম তোমার
আর সেই তুমি অন্যের ঘরনী
কি অভিনয়, বাহ আমি হারালাম তোমায়
আর অন্যের সাথে আজ চোখ বুঝে করো অভিনয়।
যাক বলার ভাষা আমার নেই
সুখ তোমার সাথী হোক,
দোওয়া করি সুখী হও
আমি হারিয়ে গেলাম তাতে কি?
তুমিতো জ্বয়ী!
শান্তনা এর বেশি কি?