আমি একদিন একা হয়ে যাব
সে দিন পড়বেনা তোমার চোখের পলক
নিঃদ্বিধায় স্তম্ভিত হবে তোমার জীবনের ইতিহাস
মিলিয়ে যাবে ধুসুর গোধুলীতে তোমার আলোকিত আকাশ।
মাটির উপর শুধু পড়ে রব
আমি আর আমার নিথর দেহ অবশেষ।
অবলিলায় মলিন হবে জীবন স্বপ্ন আর তোমার ছলনার বেশ
ঘুমঘোর কেটে যাবে যেদিন তোমার
দেখবে পাশে অন‌্যের ছায়া মিলিয়ে দিয়েছে তোমার সীমানায়
পড়বে সেদিন আমায় মনে,
বিবেকের দ্বারে প্রশ্ন আমার থাকবেই তোমার কাছে
আসলেই কি আমি তোমার নই?
তাহলে কেন মিছে করেছিলে অভিনয়
বাড়িয়ে দিলে কেন এত ভালবাসার চাদর।
ডুবিয়ে দিয়ে গেলে কেন এত এত আদার।
কি করেছিলাম ক্ষতি, ভালবাসি নিঃদ্বিধায় সত্যের অকপটে বলে
তুমি কি চাও সুখি হবে আমি হারিয়ে গেলে
তাহলে কথা দিলাম আমায় জানিয়ে দাও
ফিরে আর আসবনা তোমার তৃসীমানায়।
ক্লান্তিতে যতই ভুগি ঠিক করে নিবই নিব
আমার মনটাকে রাখবই লোহার শিকলে বেঁধে,
তবুও তুমি সুখী হও,
দেখতে চাই তোমার জীবনের তরে ফুটেছে ভালবাসার পদ্দফুল।