আঁধার কেটে গেলেই আলো আসবেই কোন একদিন
তাই বলে বসে বসে থাকবে সে কি হয়!
তুমি আছো নিরবে নিভৃত নিরজনে,
লাভ নেই ক্ষতি সেতো নিজেরি হয়।
যে হারাবার হারিয়ে যাবে
কেন মিশে খোঁজাখুজি এত পাগলামি
সামনে যাও দেখবে আছে আরো কত কি?
লুফে নাও ভাববার সময় আর দিওনা বেশি।
জীবনের সংগ্রামে তুমি নাইবা হলে জয়ী
ভেবে নিবে পরাজিত হতে পারে কত জনে।
পরাজিত মনে পা বাড়িয়ে দাও সামনের দিকে
দেখবে তুমি আসবে জয়ীর বেশে কোন একদিন ফিরে।
কেন শুধু শুধু পরে রবে
মিথ্যে এক মরিচিকার পিছে,
তুমি নব উদ্যামে নব চেতনাতে
ছিনিয়ে আনবে বিজয়
কে বলে তোমার শক্তি নেই,
তুমিতো মানুষ, কেন তোমার এত হারাবার ভয়
জেনে রেখ যে হারাবে সেইতো পায় নতুন আলোর খোঁজ।
ভয় নেই ওরে ভয় নেই
তুমি জয়ী মানুষ শুধু সময়ের অপেক্ষায় আর কিছু নয়।
ভেবনাকো আর যে গেছে যাক
সব বাঁধা ভেঙ্গে তুমি দেখ আসবেই
তুমিই পারবে ছিনিয়ে আনতে বিজয় উল্লাস।