উৎকৃষ্ট-নিকৃষ্টের মাঝে,
নাহি কোন পার্থক্য-বিভেদ।
আছে নিয়ে শুধু মান।


সেই তফাত আকাশচুম্বী।
দু'পারে যেন করেছে তৈরি,
লক্ষ কোটি প্রমাণ।


নিকৃষ্টের মোহে পরিয়া পহেলা,
মনের নোঙর নিল যেন টানিয়া।
মোর মত অফুরন্ত শিষ্য
নিকৃষ্টের মাঝে গেছে ঘনিয়া।


লাগিলো না সময় বুঝিতে মোর।
হাজারো লীলায় আবদ্ধ।
নিকৃষ্ট যেন নিরেট দ্বারা,
লোভ,লালসা আর ক্ষুব্ধ।


করিয়া সংগ্রাম মনের সহিত,
তরী ভিরাইলাম উৎকৃষ্টের তীরে।
পাইলাম শুধু হস্তগণিত ক'জন,
উৎকৃষ্টের ময়দানে ঘুরে ঘুরে।
মোর নিদ্রা আসিল তাহার বুকে।
হারিয়ে গেলাম শত গুণের বিভোরে।