এক ক্রোশ পাড়ি দিয়ে,
গেলাম ঐ নদীর পাড়ে।
গিয়ে আমি দেখিলাম,
রুপালী এক ইলিশ টারে।
যার ঠোঁট যেন হার মানায়
   টুকটুকে ঐ রক্তরে।
শরতের ওই শেফালী বাগান
       হার মানিবে,
ইলিশের ঐ রুপালীর ধারে।
তোমারই স্বাদ যেন হার মানায়,
   এ ধরণীর সব কিছুরে।
হাজারো কাটা ধরে রেখেছো
  তোমারই গাত্র মাঝারে।
তবুও আজ তোমারই স্থান,
প্রতি বাঙালির বুকের মাঝে।
আজ যে তুমি মাছের রাজা।
তোমার তরে মোদের বক্ষ
     গর্বে যায় ভরে।