যদি তুমি নাহি শোনো,
প্রভাতে পাখির গান।
যদি নিশির নিদ্রা জিনিয়া ফেলে,
প্রভাতে তোমার ধ্যান।
যেন প্রভাত সরে যাক,
হইতে তোমার প্রাণ।


শত মধুর কন্ঠ শোনায়,
এই নিখিল ভুবন।
হাজার কন্ঠের মাঝে গড়া
এ সুন্দর জীবন।


সবার চেয়ে মধুর যেন,
প্রভাতে পাখিরে গান।
সেই কন্ঠে হয়ে বিমোহিত,
জুরায় মোর কান।
প্রভাতের ওই পক্ষী ডাকেও
রয়েছে সোনালী ঘ্রাণ।


সেদিন সকলে তাল মিলাতো,
পক্ষী সুরের সাথে।
কৃষক শুনিয়া তোমায় যেন,
ছুটে যেত মাঠে।


মোদের তরে গায় প্রভাতে,
দিয়ে মন-দিল।
তবুও তাদের বক্ষে কেন,
বাঁধে আজ খিল?
তাদের দ্বারা সজ্জিত কেন,
বাহারি খাবার টেবিল?
তা দেখিয়ে আমার অশ্রু,
বানায় চলন বিল।


সেই সুরের আজ দাম নেই।
মোদের সবার মাঝে।
কর্ণ কুহরে আজ কেন,
কলের পাখি বাজে?


তাহারে তুমি উপেক্ষিয়া
করছ বড় ভুল।
সর্প দংশন ন্যায় যাচ্ছে হতে,
সেই ভুলেরই মাশুল।