বাংলার প্রকৃতি দেখি
  দু'চোখ মেলিয়া ।
বিষগ্ন মন দূরীভূত হয়,
  তোমারই ছায়ায়।


চাই না আমি স্বর্গ;
শুধুই চাই বাংলার,
মন ভোলানো নিসর্গ।


সবুজ-শ্যামল বনভূমি
মন মাতানো দেশ।
  এটিই আমার
সোনার বাংলাদেশ।


ধর্ম বর্ণের ভেদাভেদ নেই,
আমার সোনার বাংলায় ।
এপারে বসিয়া লেখে কবি
   তোমারই ছায়ায়।
ওপারে বসিয়া নৌকায় মাঝি,
   তোমারই গুন গায়।


ষড়ঋতুর লীলা খেলা;
ভরিয়ে দেয় অন্তরাত্মা।


শতশত নদী-নালা,
ঝিরঝির বৃষ্টির কণা,
তোমারই নিঃসর্গ গুণের সহিত,
নেই কিসেরও তুলনা।


নিদ্রিত হতে চাই চিরতরে,
তোমারই ভূমির অন্তরে।