আমি গিয়েছিলাম সেদিন শহীদ মিনারে
অজস্র মানুষের সাথে
এসেছে সবাই ফুল নিয়ে
ভাষা শহীদের স্মরণে ।।


আমি গিয়েছিলাম সেদিন শহীদ মিনারে
হাজারো মানুষের সাথে
এসেছে সবাই নগ্নপায়ে ফুল নিয়ে হাতে।।


আমি গিয়েছিলাম সেদিন শহীদ মিনারে
করিতে শোধ ঋন,কি করিব হায়!!
মুছে নাই এখনো ভাষা শহীদের ঋন!!


গোলাপ,গাঁদা,রজনীগন্ধা আরো কতশত ফুল
রংএ,রংএ সেজেছে শহীদ মিনারের কূল।


কি সুন্দর পরিবেশ তার
ফুলে ফুলে সুভাষিত তার বুক,
সেজেছে আজ অ,আ,ক,খ রংএ
দেখে মন ভরে,বড় মনোমুগ্ধকর।।


আমি আজ দাড়িয়ে আছি
শহীদ মিনারে কূলে
দেখে আমার বুক ফেটে যায়
অশ্রু জরে দু’চোখে।।