অন্ধকার রাতে বিভান্ত আমি
হেটে হেটে চলি অচিন শহরের অলিগলি।।


অন্ধকার রাতে নেশায় মাতাল আমি
হেটে হেটে পথ হারিয়ে আলোর পহর গুনি।।


নেশায় মাতাল আমি মহাকালের
শুন্যতার পথে হারিয়ে গেছি ।।


মনে রাখবেনা কেউ আমায়
মনে পরবেনা কোন স্মৃতি
ধুসর সময়ে অবেলায় হারিয়েছি আমি।।


কত চাপা দুঃখ,কত চাপা বেদনা
কত অবেলার স্মৃতি মহাকালের স্রোতে হারিয়ে যাওয়া।।
স্রোতে হারিয়ে যাওয়া সেই স্মৃতি
মহাকালের অন্ধকারে খুজে ফিরি।।


কত মিথ্যা বলেছ,কত মিথ্যা শুনেছি
মহাকালের সেই স্মৃতি আজো আমি হাতরে ফিরি।।
ধূসর সময়ে অবেলায় মিথ্যা আশা নিয়ে
পাড়ি দেই মহাকালের সেই পথে।।