সাম্যের গান গাই--

আমি দেখেছি সেদিন দাঁড়িয়ে
এক নর নারীকে মারিতেছে হৃদয়ে প্রেম ছাড়িয়ে,
স্তব আমি ,নির্বাক সে,চোখ তার ছলছল
এভাবেই কী নারীকুল মারখাবে চিরকাল?


কেঁদোনা মাতা তুমি হে,চোখের জলকে
আগুন করে ঢেলে দাও তার গায়ে।


শিকল ভেঙ্গে মুক্ত হও তুমি
কারাগার ভেঙ্গে  স্বাধীন
জানিয়ে দাও বিশ্বকে তুমি
তুমি মুক্ত নও পরাধীন।


নারীর হাতে চলছে কল,অফিস আদালত
পরিবারে তুমি ধরেছ হাল
তবে কেন এত কলরব।


শিক্ষিত তুমি ,স্বাভলম্বি তুমি, দেশের তরে তুমি
প্রান দিয়েছ, সিঁদুর মুছিয়াছ,বিজয়ী লক্ষী তুমি।


নিজের মনকে করনাকো সংকীর্ণ সীতার মত করে
বুদ্ধি দিয়ে বিচার কর নর যাহা তোমায় বলে।


পাখির মত ডানা মেলে উড়ছ মুক্ত নীল আকাশে
জয় করেছ সর্বোচ্চ চুড়া মুক্ত করে তোমাকে।


স্বাধীন তুমি, লক্ষী তুমি, তুমি মমতাময়ী
তোমার আদরে ভরিয়েছ বিশ্ব ভ্রমণ তরী।