ও জ্বালা তোমারও আছে,
পেট পুরে খাও
তাই টের না পাও।


ক্ষুধা কি শুধু হাভাতের?
খাওয়া নেই, পরা নেই
উলঙ্গ পেট, উলঙ্গ দেহ,
তোমরা তার কিছুই দ্যাখোনা কেহ,
কিন্তু ও জ্বালা তোমারও আছে,
পেট পুরে খাও
তাই টের না পাও।


স্ট্রিট জুড়ে কত দালান,কত বাড়ি
কালো গ্লাসের দামি গাড়ি,
ওদের বাড়ি নেই,গাড়ি নেই।
বাস্তবিক পিচে স্ট্রিট আর
মাথার নিচে ইট আছে,
আর আছে ক্ষুধার জ্বালা।
কিন্তু ও জ্বালা তোমারও আছে,
পেট পুরে খাও
তাই টের না পাও।


হাতে সময় কম
তোমার আফিসে তাড়া আছে,
গাদা গাদা টাকা,সুন্দরী বউ আছে,
ওদের হাতে আছে ভাজা বাদাম,সুগন্ধী ফুল
আর আছে ক্ষুধার জ্বালা।
কিন্তু ও জ্বালা তোমারও আছে,
পেট পুরে খাও
তাই টের না পাও।


একটু জন্মের কথা বলি,
তোমার জন্ম তুলতুলে বিছানায়
সোনায় মোড়া পালঙ্ক তোমার,
কত স্বাদ আহ্লাদ জমা তোমার জন্য।
কিন্তু ওদের কপালে যেনো নিগৃহের
প্রাগঐতিহাসিক ছাপ আছে,
জন্ম নিয়েই শক্ত মাটিতে একটা ভীষণ আঘাত
তাদের কপালেই লেখা আছে,
আর আছে ক্ষুধার জ্বালা।
কিন্তু ও জ্বালা তোমারও আছে,
পেট পুরে খাও
তাই টের না পাও।