তুমুল বৃষ্টির শব্দে রোজ ভাঙ্গে স্মৃতির করতল
ভিজে যায় এ কুল ও কুল বুকের পাঁজর
নিজের জলেই টলমল করে আঁখি
কোথায় লুকাবো বলো গোপন অশ্রুধারা।
বৃষ্টিভেজা গন্ধের মাঝে লুকিয়ে কান্নার সুখ টুকু
ডুবে যায় স্মৃতি হীন, স্বপ্নহীন গহীন অতলে
আর্তনাদের ভেতর গুন গুন করে ঝড়ের তাণ্ডব
নিম্নগামী জলের ধারায় গড়িয়ে পড়া অশ্রুকনা
মিশে যায় বৃষ্টি ভেজা সবুজ বনে কাঠালী চাপায়।
ভাঙ্গনের শব্দ কেবলই বাজে তুমুল শঙ্খ নিনাদে
তবু জলকনা প্রেম  মিশে মুক্তোদানা শিশিরে
মরুর বুকে ফোটাতে চায় তৃষিত সবুজ প্রেম।