বসন্তের অপেক্ষা
  
বসন্তের দরজায় দাড়িয়ে দুহাত বাড়ায বিষাদ
কনকনে পৌষের কুয়াশার চাদর গায়ে
মেঠো পথে হেটে যায় ঝরা পাতার মর্মর  শব্দ
উতসব আর কোলাহল মাতে নীরবতার  দ্বৈরথে
নিশ্চুপ নীরবতায় শব্দহীন  নির্ঘুম রাত হয় ভোর
টুপটাপ ঝরে পড়ে শিশির চোখের জলের মতো।


দখিনের জানালায়  তবু  উদাস দাড়িয়ে সাদা মেঘ
বসন্তেরা আবার  আসবে শীতের কুয়াশা মাড়িয়ে
ফিরে আসবে সবুজ প্রান পাখিদের কুহতান
ভালোবাসার উৎসবে সুবর্ণ কংকন পরে
গোলাপের তোড়া পেয়ে তুমি ও হাসবে ভীষণ।


ভুলে যাবে নিষ্প্রাণ পাতা গুলো সবুজ ছিলো
বসন্ত ছিলো মনের বাগান জুড়ে কোন এক দিন।