কষ্টের আখরে বাধা জীবনের ধারাপাত
শুন্যতার দেয়ালে হেলান দিয়ে নীল দিগন্তে
চাদের আলো আর জোসনার মায়ার বদলে
আমি খুজি তোমারই প্রিয় মুখ। প্রিয় অভিমান।


পানকৌড়ি সকাল বিষন্নতার অলস দুপুর
সাদা বক উড়ে যাওয়া বিকেলের শুন্যতায়  
আমি এখনো প্রতীক্ষায় থাকি অন্তহীন প্রতীক্ষায়
রাত গুলো ভোর হয় দিনগুলো হয় রাতের আধার।


স্বপ্নভংগের বেদনাহত কাব্য গুলোতে আমি খুজি
তোমার দিন যাপনের ভালোবাসার চালচিত্র।
আমার মেলাতে থাকি একটা প্রশ্নের খুজি উত্তর  একটা হ্রদয় আসলে কতটা ভাগে ভাগ করা যায়।


মরিচীকার মতো মিথ্যে ধুধু দুপুর বুকের ভেতর
তবু চোরাবালি চোখের সমুদ্রে ডুবি বার বার।  


৬-৩-২০২১ ইং।