(এক)
কল্প লোকের গল্প গাথায় রোজ তোমাকে আঁকি
হরেক রকম বাহানাতে রোজ ই তোমায় ডাকি
তুমি থাকো আকাশ জুড়ে হাসি মাখা মুখ
তোমায় ঘিরে জড়িয়ে থাকে আমার দুঃখ সুখ।
(দুই)
হ্রদয়জুড়ে হ্রদয় খুঁড়ে পাই না কিছু আর
সবটা জুড়ে তুমি আছো হ্রদয়ে আমার
দৃষ্টি সীমায় নাই বা থাকো থাকো হ্রদয়পুুরে
জেনো আমার সাথেই আছো থাকো যতই দুরে।
(তিন)
শিউলি ফুলের কান্না কভু শুনেছ কি কেউ
শিশির ভেজা ঝড়া বকুল কাঁদে কিন্তু সে ও
ফুলের বনে প্রজাপতির কান্না কি কেউ শুনে
সবুজ বনে পাতার কান্না দারুণ শীতের ক্ষণে।
(চার)
বদলে গিয়েছো তুমি নেইতো আগের মতো
ভুলে গেছো আমায় নিয়ে তোমার স্মৃতি শত
আমি আছি আগের মতোই বদলাইনা রোজ
নতুন করে করিনাতো অন্য কারো খোঁজ।
(পাচ)
সময়ের সাথে  মন বুঝি বদলে যায়  এই ভাবে
বুঝিনি কখনো এতটা দুরে এভাবে  যাবে সরে
ভাবতে ভীষণ হই যে অবাক এটাই বুঝি সত্যি
সব কিছু ঠিকই আছে ভালোবাসাই মিথ্যে।
(ছয়)
চুপচাপ নিশ্চুপে টুপটাপ শিশির
আধারের আলিঙ্গনে রাত্রি তিমির
আকাশটা ফাকা শুধু তুমি নেই বলে
একাকী সুর্য্য ডোবে আধারের কোলে।
(সাত)
মন ভোলানো এক হাসিতেই ভোলাও অভিমান
শব্দজালের মায়াও রাঙ্গাও মনের অভিধান।
যেই না বলি একটু তাকাও আমার চোখের পানে
কথার মায়ায় ভোলাও আমায় বড্ড অভিমানে।
(আট)
যেই না জড়াই একটু অাবেগ ভালোবাসার পালে
হেসে উঠে নাও জড়িয়ে কথার মায়াজালে।
নানা সুরে নানা রঙ্গে যদি বলি  ভালোবাসি
শুনি কেবল তখন তোমার রিনঝিনিয়ে  হাসি।
(নয়)
বুঝতে পারো খুব সহজেই আমার আকুলতা
ইচ্ছে করেই যাও এড়িয়ে বাড়াও ব্যাকুলতা।
একটু খানি দেখলে তোমায় মনটা ভরে উঠে
মন গহীনে তোমার জন্য নীল শতদল ফোটে।
(দশ)
একটু খানি আড়াল হলে খুঁজি তোমারে ই শুধু
তুমি হীনা এই জীবন জেনো শূন্য মরু ধু ধু
চিরদিন তুমি এই ভাবে থেকো হ্রদয় পটে আঁকা
তুমি হীনা জেনো বুকের ভেতর বড্ড ভীষণ ফাকা।