তোমার কাছে চেয়েছিলাম
একটা নদী ভালোবাসার ছোট্ট নদী
ডুব সাতারে পাড়ি দিবো বলে
তুমি দিয়েছো একটা  বিশাল সমুদ্র  
ভালোবাসার ছোট্ট ডিঙ্গী নৌকা  আমার
উত্তাল সমুদ্রের জলে ভেসে গেলো।
তোমার কাছে চেয়েছিলাম  
এক টুকরো সাদা পেজা তুলো মেঘ
বৃষ্টির জল হয়ে ঝরে কভু যদি
ইচ্ছে ছিলো বৃষ্টিতে ভিজবো,
আকন্ঠ জলপানে মেটাবো তৃষ্না
তুুমি দিয়েছো একটা বিশাল আকাশ
সে আকাশ জুড়ে কালবৈশাখীর  কালোমেঘ
বজ্রের হুংকারে  বৃষ্টিতে ভেজা হয়নি আমার।
তোমার কাছে চেয়েছিলাম
একটা নির্জন সন্ধ্যা,মুখোমুখি দুজনে
ভোরের কুয়াশা মাখা প্রানবন্ত সকাল
কিংবা বিষন্ন একটা ভালোবাসা মাখা বিকেল
তুমি দিয়েছো দীর্ঘ রজনী, অমাবশ্যার তিমিরে
রাতের আকাশ জুড়ে আমি আর
শুকতারাটা কোথাও খুজে পাইনি।
তোমার কাছে  চেয়েছিলাম
ভালোবাসার মুগ্ধতায় জড়ানো একটা গোলাপ
চেয়েছিলাম ভোরের বকুল আর শিউলীমালা
তুমি দিলে একটা পুরো বাগান যে বাগানে
ফুটে আছে বাহারী ক্যাকটাস
গোলাপটাকে আমি কেথাও পাইনা খুজে আর।
তোমার কাছে চেয়েছিলাম
দু দন্ড অবসর খানিকটা সময়
তোমার হাত ধরে সবুজ পাহাড়ী পথে
দুজন মিলে হাটতে চেয়েছিলাম কিছুটা পথ
তুমি দিয়েছো গভীর সবুজ অরন্য
নির্জন পাহাড়ী রাস্তায় পথ ভুলে আমি তাই
হারিয়েছি আমার ঠিকানা আমার গন্তব্য।
৬-০৩-২০২১ইং