চৈত্রের বাতাসে উড়ে যায় শীতের ঝরা পাতা
মর্মর শব্দে ভারী বাতাস, আমার চারপাশ জুড়ে
পাতা উড়ে আর জল পড়ে অবিরল
ভিজে যাই, উড়ে যাই,  পুড়ে যাই রৌদ্র তাপে।
কল্পনার মেঘ লোক ছেড়ে
বাস্তবের কড়া রৌদ্দুরের উঠানে দাঁড়িয়ে
খুঁজি সামিয়ানা মেঘের মতো  তোমার   ছায়া।
চারিদিকে কেবল শূন্য আকাশ দেখি
মেঘ গুলো সরে যায় ক্রমশ আলোকবর্ষ দুরে
বৈশাখের দমকা হাওয়ায় ভেঙ্গে ফেলার মতো
যতোই ভেঙ্গে চুরে একাকার করো হৃদয়ের আঙ্গিনা
পাল ছেড়া হাল ভাঙ্গা নাবিকের মতো  
এই জন্মের মাতাল চাওয়ার জলে
ভেসে যেতে যেতে পরজন্মে আমি ঠিক খুঁজে নেবো
কাজল রেখা চোখ, কালো তিলের কপোল
মাতাল করা তোমার  চুলের সৌরভ শিথিল করবী।