কালো মেঘে ডেকে যাওয়া আকাশটাতে ও
আলোর দেখা মেলে আধার কেটে গেলে
উত্তাল সাগরের জোয়ার ভাসিয়ে নেয়ার পরও
উপকুলজুড়ে নতুন করে জাগে প্রাণের জোয়ার।
প্রচণ্ড শীতে সবুজ গাছের পাতা গুলো ঝরে যায়
পত্র হীন শাখা আর কান্ড বসন্তে জাগে সজীবতায়
প্রচন্ত তাপদাহে ফেটে যাওয়া মাটির বুকে
কদম ফোটা বর্ষায় ভিজে হয় নরোম জমিন।
সমস্ত রাত্রি গুলো শেষ হয় ভোরের কিরণে  
কুয়াশায় ডাকা পথ খুঁজে পায় চাঁদের আলো
গোলাপের বাগানে মালির মমতায় ফোটে
সারি সারি ফুল গায় পাখি উড়ে প্রজাপ্রতি।
তোমার সাথে কি তবে আমার ও দেখা হবে
ঘোর অমাবস্যার শেষে যেমন আসে পুর্নিমা
হতাশার কালো মেঘ আর বজ্রের হুংকার ছেড়ে
মেঘ বালিকা কি তবে কোন এক দিন
বেড়াতে আসবে সবুজ পাহাড়ে
পেজাতুলোর মতো নরোম মেঘ বুকের জড়িয়ে
পাহাড়ের বুকে কি তবে জাগাবে সজীবতা