প্রতিটি প্রেম কিংবা ভালোবাসার কবিতার
অন্তরালে লুকিয়ে ঘাকে একটি প্রিয় মুখ
কবি মনের কল্পনায় প্রিয় মানুষটির ছায়া
হয়ে উঠে একেকটি কবিতার অাশ্রয়।
মিহিন জরিন  সুতোর শাড়ীর ভাজের মতো
কবিতার ভাজে ভাজে প্রিয় মুখের টোল পড়া গাল
কবিতার পংক্তিমালায় কারো দেহের শৈল্পিক চিত্র
প্রতিটি প্রিয় পংক্তি মালা বুকের গভীর হতে
ভালবাসার উপমায় ভরে উঠে পান্ডুলিপি।
সকলেই কবি নয় কেউ কেউ কবি বলেই হয়তো
আমার মতো অকবির লিখতে গেলে তোমায় লাগে
তুমি ছাড়া লিখতে পারিনা দু লাইনের একটা পদ্য
অন্তঃমিলের কবিতার প্রতিটি ছন্দে তুমি থাকো
তুমি থাকো শব্দের মমতায়, উপমার গভীরতায়
নিটোল প্রেমের পদ্য হয়ে তুমি নাচো একক মুদ্রায়।
আমার ভাবনার অন্তরালে লুকানো কথামালায়
ছুয়ে যাওয়া বিষাদ কি অভিমানের জপমালায়
ভালোবাসি ভালেবাসি বলে কথামালার ব্যাকুলতা
তুমি অামায় ডুবিয়ে রাখো সুখের সরোবরে
আমি ঝিনুক খুজে তুলে আনি মুক্তোদানা প্রেম।
তোমায় নিয়ে ভাবনা গুলো দিনযাপনের
গল্পমালায় ভরে উঠে লেখার ক্যানভাস,
আমার ভাবনা আর তোমার সৌন্দর্যের সঙ্গমে
জন্ম নেয় একেকটা  নিটোল প্রেমের অনবদ্য কবিতা।
৯ -০৩-২০২১ ইং