কখনো কি ভেবেছি
এইভাবে নিস্তব্ধ হয় যাবে কোলাহল
থেমে যাবে যাবতীয় ব্যস্ততা, ঘরকুনো হয়ে যাবে
কর্মচঞ্চল মানুষ গুলো কেবল বাঁচার জন্য।
কখনো কি ভেবেছি
সারি সারি যুদ্ধ বিমান আর  রনতরীর গুলোর
রক্তচক্ষু শীতল হয়ে হয়ে পড়ে থাকবে সারি সারি
যাত্রীবাহী বিমানের পাইলট ভুলে যাবে উড়ার স্বপ্ন।
কখনো কি ভেবেছি
হাসপাতাল গুলো বন্ধ করে দেবে ভর্তি বাণিজ্য
ফেস শীল্ড আর মাস্কের আড়ালে মানুষগুলো
একেকজন অচেনা এলিয়েন এর মতো
নিজেকে আড়াল করবে বেচে থাকার তাড়নায়।
কখনো কি ভেবেছি
প্রেমিকার দু ঠোট দেখে কামনার বদলে
জেগে উঠবে মৃত্যুভয়, জড়িয়ে ধরার আহবানে
সরে যাবে আরো দুরে কামনা বাসনা হেরে যাবে
মৃত্যুর হিমশীতল নীরবতার ভয়ে।
কখনো কি ভেবেছি
রেস্তরাঁ গুলোতে বন্ধ হয়ে যাবে জন্ম দিন পালন
থেমে যাবে উতসবমুখরতা  
বিয়ে করার জন্য লাগবে সরকারী অনুমোদন।
কখনো কি ভেবেছি
অক্সিজেন এর বোতলের অভাবে হাসপাতালে
বিছানায় কাতরাতে কাতরাতে থেমে যাবে
শত কোটি টাকার মালিক ,শিল্পপতি অসহায়ের মতো।
কখনো কি ভেবেছি
সর্দি কাশি হলে চেক আপ করতে  
মাউন্ড এলিজাবেদ কিংবা এপোলেতে ছুটে যাওয়া
মানুষগুলো কাড়ি কাড়ি টাকা কোনো কাজে লাগবে না,
পালাতে ও পারবে না কোথাও।
কখনো কি ভেবেছি
আমায় দেখে দুরে সরে যাবে প্রিয়তম সন্তান
প্রিয়তমা স্ত্রী আলিঙ্গনের ভয়ে লুকিয়ে বেড়াবে
আলাদা ঘরে অালাদা সজ্জায়।
কখনো কি ভেবেছি
কতটা অসহায় কতটা তুচ্ছ আমাদের সকল আবিষ্কার,
কতটা প্রয়োজন হীন বিলাসবহুল প্রাসাদ আর ল্যান্ড রোভার কি বি এম ডাব্লিও।
কখনো কি ভেবেছি
নিজেদের অসহায়ত্ব নিজেরাই দেখবে এই ভাবে
সমস্ত সম্পদ আর অহংন্কারগুলো
এক নিমেষে প্রয়োজন হীন হয়ে পড়বে
ক্ষমতার বড়াই আর টাকার পাহাড় পায়ে দলে।
কখনো কি ভেবেছি
কি অসীম ক্ষমতাধর আমাদের মহান সৃষ্টিকর্তা
আর আমরা কতটা তুচ্ছ সহায় হীন
তবু আমরা কি পেরেছি  মানুষ হতে।
১৩-০৩-২০২১ইং