কেউ কেউ সামান্য প্রশংশাসুচক বাক্যে
অনেক বেশী আল্লাদিত হয়,
কারো কারো একটি প্রশংসা কিংবা ভালো লাগা কারো কাছে
অনেক পাওয়ার একটু বেশী হয়তো।
তাইতো তুমি একটি বাহ বেশ কিংবা
ভালোতো  শুনতে অানন্দ  লাগে বলেই
দিন যাপনের গল্প গুলি কবিতা হয়ে উঠে
তোমার কথা ভেবেই।  
তোমার ভালো লাগবে জেনে ই কথা  গুলো
সেজে উঠে শব্দের কারুকাজে।
শিল্পের নিজস্ব নিয়মের বাইরে
অন্ত মিলের গাঁথুনি আমি বিনি সুতোর
মালার মতো তোমার জন্য গেঁথে রাখি।
আমি কোন কবি নই কবি হবার মতো
নান্দনিক রূপকল্প আর নৈসর্গিক চিত্র কল্প,
আমার বোধের অধিক।
তবু আমি তোমার জন্য লিখতে পারি,
তুমি খুশি হবে জেনে আমি আঁকতে পারি
ত্রিমাত্রিক জলতরঙ্গে জীবনের ছায়াচিত্র।
তুমি আছো বলেই কবিতারা এখনও
আমায় ঘিরে থাকে অবিরল জলের ধারায়।
তোমার মনের গভীর হতে সরল রৈখিক পথে  
যখন বিটোফেনের সিম্পনী কিংবা  
সুমনের তোমাকে চাই এর মতো বাজে
তোমার একটা প্রশংসা অনেক সুন্দর লিখেছতো!!
আমার তখন সত্যি সত্যি
কবি হবার স্বাদ জাগে
অনুপ্রাস আর অন্ত মিলের খেলায় মেতে
লিখতে করে ভালোবাসার মাত্রাবৃত্ত
ইচ্ছে  করে কবিতার পাণ্ডুলিপি জুড়ে লিখে যাই
তোমায় নিয়ে ভালোবাসার মহাকাব্য।