জীবন জুড়ে খা খা দুপুরের নির্জনতার স্তব্ধতা
কবিতার খাতা জোড়া চৈত্রের ঝরা পাতা
উড়ে যাওয়া বাতাসের ডানায় উল্টে পড়া
শালিক ছানার বিষন্ন করুন চাহনি ভর করে
উদাস দুপুরে বিষন্নতার শ্লোগান মুখরতা
গায় নীরবতার গান কেবল তুমি নেই বলে।
প্রজাপতি দেখে মুগ্বতায় আজো চমকে উঠি
মুগ্ধতা ঝরে পড়ে  সবুজ ঘাসের শিশিরে
মেঘ আর পাহাড়ের গল্প শুনতে ইচ্ছে করে
সবুজ পথে হেটে যাই দীর্ঘ বিকেলের পথে
জোস্নারাতে তারার মেলায় উঁকি দেয়া
তোমার শুকতারা মুখ খুঁজি পরম মমতায়
কেবল হৃদয়ের গহীনে তুমি আছো বলো
তোমার ফিরে আসার প্রতীক্ষায় আমি গুনি
সময়ের প্রহর, সাজাই একটা সুন্দর বিকেল
হাত ঘড়ি টা খুলে রাখি  সময় গুনতে গুনতে
ক্লান্ত হয়ে যাই তবু এক ফালি চাঁদের মতো
রাতের আকাশ জুড়ে জেগে থাকে অপেক্ষা
হয়তো কোন একদিন তুমি আসবে বলে।
আবার আসিবে ফিরে কবিতার শব্দ জালে
দখিনা বাতাস বইবে ভালোবাসার পালে
পাণ্ডুলিপির পাতাজুডে তোমার মায়বীমুখশ্রী
আনন্দের জোয়ারে ভেসে যাবে জীবনের নদী।