তুমি নেই বলে
তোমার অগোচরে মনের অলিন্দে
বেতাল বেহাগ কতগুলো
বোবা শব্দের চোখে লোনা জল।
ভালোবাসি বলতে বলতে
আমি আজ ভাষাহীন।
তুমি নেই বলে
নিঃসঙ্গতার পথে নিজেই
আজ জেনো ঠিকানা বিহীন পথ
পদ্ম পাতায় জমা গড়িয়ে পড়া
শিশির বিন্দু আর অশ্রুকনার মাঝে
কোন তফাত খুঁজে পাই না।
তুমি নেই বলে
স্বপ্নেরা আজ সাদা কালো
রংহীন ফ্যাকাসে ইচ্ছে গুলো
নাটাই ছেড়া ঘুড়ির মতো
আকাশে উড়তে গিয়ে আজ
ধুলা কাদা গায়ে মাখা বিবর্ণ ইতিহাস।
তুমি নেই বলে
রাতের আকাশ জুড়ে দেখি
কেবল প্রশ্ন বোধক হয়ে
ঝুলে  থাকা  সপ্তর্ষিমণ্ডল,  
শুকতারাটা কোথাও দেখিনা।
তুমি নেই বলে
অামার গল্পটা আজ
কোন মোড় দাঁড়িয়েছ
সে  গল্পটা কেবল তুমিই জানো
যে গল্পে তুমি নেই সে গল্প  আমার নয়।