আমি চাইনা কেউ আমার সেবাদাসী কি শয্যাসংগী হতে রোজ রোজ একই কাজ গুলো করতে করতে বিরক্ত হয়ে পডুক।
আমি চাই কেউ একজন আমায়
সময় অসময় বিরক্ত করুক।
মুঠো ফোনে ঘন্টা বাজিয়ে
অফিসের যাবার জন্য ডেকে তুলুক অলস ঘুমের বারোটা বাজিয়ে।


আমি চাইনা, কেউ একজন রুটি বানাতে গিয়ে বিরক্ত হোক
কিংবা কষ্ট পাক,রোজ সকালে।
আমি চাই কেউ একজন সকালের নাস্তার টেবিলে বসলাম কিনা,
সবগুলো নাস্তা গ্রোগাসে গিলে
গরম গরম এক কাপ চা
কপালে জুটলো কিনা সেটা জানতে  আমায় রোজ রিরক্ত করুক।


আমি চাই কেউ একজন
দুর থেকে কপট রাগে, অভিমানে কিংবা প্রগাঢ ভালোবাসায়  
আমার দিন যাপনের চিত্র গুলোতে একআধটু তুলির আছড় দিয়ে দিক।
বেচে থাকাটা আনন্দময়
করে তুলুক,আবেগ আর অভিমানে।


আমি চাইনা, কেউ আমার জন্য
রাত জেগে কলিং বেল বাজার
শব্দ শুনে কাচা ঘুম ভেংগে এসে
দরজা খুলুক,একরাশ মন খারাপ নিয়ে
আমি চাই পকেটে রাখা চাবিটা দিয়েই নিজেই ঢুকি সন্তর্পনে,
যাতে কারো  ব্যাঘাত না হয় সুনিদ্রার


আমি চাইনা কেউ ঘেমে,নেয়ে  একাকার হয়ে রান্না ঘরে কুটে বেটে উনুনের আচে আমার জন্য সিদ্ধ হয়ে যাক উনুনের আলুর মতো।
আমি চাই দুপুরে কি রাতে
অফিসের ডাইনিং এর বাবুর্চির বিরক্তিকর মেনুতেই  উদরপুর্তিতেই হররোজ খুশি।


আমি চাইনা কেউ সকাল বেলা আমার জুতো জোড়া, মোজা পরিস্কার করে ধবধবে সাদা ধোয়া শা্র্ট ইস্তি করে চাপরাশির মতো হাতে নিয়ে দাডিয়ে থাক।


আমি চাই কেউ একজন আমার শার্টের কুচকানো ভাজ দেখে কখানো  নাক কুচকে বলুক এই খোলো তোমার শার্টটা বদলে যাও কিংবা বলে দাডাও আমি ইস্তিরি করে দিই, তোমার আর  মানুষ বানানো গেলোনা।


আমি চাই না চাই
জীবন তবু জীবনের নিয়মেই মেনেচলে।