এই শহরে নেই আত্মার ঠিকানা।
এই শহর ঘেরা অপ্রাপ্তির বিষন্নতা।
এখানে মনে জমা স্বপ্নে রা আড়াল,
যেন সুপ্ত ব্যাথাদের মাঝে বাস্তবতার আহ্বান।
এই শহরে নেই স্বপ্নদের রাস্তা।
এই শহর ঘেরা বাস্তবতার ব্যাখা।
এখানে দায়িত্বের পিছুটান,
নিঃসঙ্গ অতৃপ্তি যে ন আপেক্ষিকতায় অন্তরাল।
এই শহরে বাঁচে না কেউ নির্দ্বিধায়।
এই শহর ঘেরা চেষ্টার অপারকতায়।
এখানে সব ধুলো জমা প্রাণ,
যেখানে রাখা ছিল অতীত এক সুসময়ের বর্তমান।
তবুও এই শহরে জীবন চলছে চলুক ,
কোন এক কাক ডাকা ভোরে ঘুম ভাঙ্গুক।
চোখ মেললেই ফিরে আসবে নতুন সকাল।