বিকৃত
----------
কোন এক শীতের কুয়াশামাখা বিকেল,
ভারি মিস্টি রঙের
শাল জড়িয়ে আমার
পাশে বসেছিল এক তরুণী, এক ঠোঙা
বাদাম হাতে নিয়ে।
তার শরীরে ছিল শিহরণ
দৃষ্টিতে অদ্ভুত তরবারির ধার,
গোলাপি ঠোঁটের হাসিতে কুচিকুচি হয়েছিল হৃদয়,
কিছুই বুঝিনি তখন তার।


কেঁটে গেছে মহাকাল-
এটুকুই গল্প আমার, আজীবন করার মত।
ছুঁড়ে দিই আকাশের বুকে,
জমানো সব সুখ যত।
পাখির ডানায়
ভর করে পৌছে যাক সবখানে।
সুর-লয়-তালে বেজে চলুক সব কানে।
ছড়িয়ে পড়ুক আলতো করে,
প্রজন্ম থেকে প্রজন্মে।


অনেক বছর পর
এক কিশোর মেঘের উপরে ছড়িয়ে দেবে-
হাড় কাঁপানো এক শীতের সন্ধ্যায়, লাল
লিপিস্টিকে ঠোঁট রাঙিয়ে দাদুর পাশে বসেছিল দাদিমা-
এক ঠোঁঙা বাদাম হাতে নিয়ে,
মিস্টি রঙের পাতলা এক শালের নিচে
ছড়িয়ে পড়েছিল গাঢ় উষ্ণতা।


১২ জুন, ২০১৬