খাদক


মানুষ আসলে গল্প খায়।
পপকর্ণ চিপস চকলেটের মত
চেটেপুটে টুকরোটুকরো গল্প খায়।
ভরপেট খানার পর আঙ্গুলের ডগায়
চুন হাতে এক খিলি মিস্টি পানের মত,
বৃষ্টিধারায় কফি মগে এক শলা সিগারেটের মত
মানুষ আয়েস করে গল্প চিবোয়।
মানুষ আসলে গল্পখোর-
ধোঁয়াওঠা কাচ্চির সাথে বোরহানির মত,
কিংবা
ভোজন শেষে কয়েক চামচ ফিরনির মত
মানুষ হাপুস হুপুস গল্প খায়।


টুকরো টুকরো গুড়ো গুড়ো গল্প এসব
জমাট সম্পর্কের ডেজার্ট।
খেলেও হয় না খেলেও হয়।
তবুও
খাদক মানুষ নিংড়ে নিংড়ে গল্প খায়,
সম্পর্কের পরিপূর্ণতায়।।


-২৫ অক্টোবর, ২০১৭
মিরপুর ক্যান্টনমেন্ট
ঢাকা, বাংলাদেশ।।