মাছ শিকারি
---------------


তুমিও একটা মাছ-
জাল ছিড়েছ টোপ গিলেছ
ঝুমদুপুরে,
ছায়া মাটির অন্তঃরালে
মাঝপুকুরে।


ঘাসের বিলের কলমি তলায়
শেষ বিকেলের শেষ আলোতে মাছেরা
সব জটলা বসায়।
বাছাই করতে পারলে তবে
ধরতে যেন ইচ্ছে হবে।
কেউবা সাদা, কেউ সোনালী;
মাছের শরীর ভর্তি আঁশে
চাঁদ রূপালী নাচে হাসে
মাঝ আকাশে।


তুমিও একটা মাছ-
জাল ছিড়েছ টোপ গিলেছ
ঝুমদুপুরে,
ছায়া মাটির অন্তঃরালে
মাঝপুকুরে।


ছুঁয়ে দেখতে মনটা ব্যাকুল,
পরাণ কাঁপে-
ছুঁইতে গেলে কেউবা বুঝি
মুচকি হাসে।
ফুলেরা সব গড়িয়ে পড়ে
আমার পাশেই ছড়িয়ে পড়ে
সবুজ ঘাসে;
গন্ধে আকুল
মৃদুমন্দ হাওয়ায় ভাসে।


তুমিও একটা মাছ-
জাল ছিড়েছ টোপ গিলেছ
ঝুমদুপুরে,
ছায়া মাটির অন্তঃরালে
মাঝপুকুরে।


ছেড়া জালে সাত সাগরের মাছ ফিরেছে,
এই অবেলায়।
চুপটি করে আমার হাতে টোপ গিলেছে,
অবহেলায়।


-২৬ জুন, ২০১৮
ওসমানি হল, MIST, ঢাকা।।


Dedicated to: Zubayer Mahtab