এর চেয়ে অন্ধকারে ডুবে যাওয়া ভাল,


শ্রান্ত এই পৃথিবীর প্রান্তরে
বারবার বোবা আলোর ঝলকানি
সূতীক্ষ্ম তীব্র হয়ে শূলবেদনা ছড়িয়ে
দেয় ক্লান্ত দেহের রন্ধ্রে রন্ধ্রে।


এর চেয়ে নিস্তব্ধতায় হারিয়ে যাওয়া ভাল,


বিশাল শূন্য শান্ত অস্তিত্বহীন
অস্তিত্বে পুনঃপুন চাপা পশুর গোঙ্গানি
ভোঁতা যন্ত্রণা ছড়িয়ে দেয়
অস্তিত্বের দুর্গম কুঠুরিতে।


শেষ সায়াহ্নের দ্বারপ্রান্তে বারবার আশাগুলোকে
দুমরে মুচরে হাটুভেঙে পড়তে দেখে এর চেয়ে আর
বেশি কী আশা করা যেতে পারে?


এর চেয়ে সুউচ্চ গিরিখাতে লাফিয়ে পড়ে সবুজে মিশে যাওয়া ভাল....


১৩ নভেম্বর, ২০১৪