মাঝে মাঝে কিছু কাজ করতে হয়
অনিচ্ছাকৃত।
কিছু ক্ষত বয়ে বেড়াতে হয় আজীবন
বাধ্য হয়েই। কিছু করতে হয় বিবেকের তাড়নায়।
কিছু আবার ব্লাকমেইলিং এর আশংকায়...


আচ্ছা "ব্লাকমেইল" এর বাংলা টা যেন কী?


কালো চিঠি?
কালো খামে মোড়ানো চিঠি?
নাকি এমন কোন বার্তা যা আগামী জীবনকে অন্ধকারে পর্যবসিত করে?


আলো চাই আলো


অনেক তো হল শীতের কুয়াশামাখা রোদ্দুর
অনেক হয়েছে ঝাপসা লেন্সে ভাঙা প্রতিবিম্ব।


বসন্ত চাই।
চাই বসন্তের কলতানে উদ্বেলিত ধরা।
রক্তচক্ষুর হুংকার কিংবা
অশ্রুসিক্ত আকুতি আর চাই না।
আশা সহজ সাধারণ চোখ এক জোড়া।


পাখির নীড়ের মত চোখ না হলেও চলবে।
যেমনই হোক না কেন,
সেখানে আমার একটা নীড় পেলেই আমি শান্ত।


শান্ত ক্লান্ত প্রাণ এক আমি,
খুঁজে হয়রান একটু প্রশান্তির বাতাস।
বুক ভরে শ্বাস নিতে যেখানে থাকবে না কোন বাঁধা,
কোন আশংকা, কোন উদ্বেগ, কোন ভয়।


একটা অভয়ারণ্য খুঁজে ফিরে শ্রান্ত আজ
এই অপয়া সময়।


২৯ জানুয়ারি, ২০১৫