একবার ভাংব
দুইবার ভাংব
তিনবার ভাংব...
দুমড়ে মুচড়ে থেতলে যাব।
উপর থেকে ভাংব
নিচ থেকে ভাংব
চারপাশ থেকে ভাংব।
ভেঙে চূড়ে গুড়ো গুড়ো হব।
মচকে ঝুলে কাঁদব না।


একবার পুড়ব
দুইবার পুড়ব
তিনবার পুড়ব
বার বার পুড়ব...
একটু একটু করে পুড়ব।
অনেকখানি পুড়ব।
পুড়ে পুড়ে খাঁটি হব।
জ্বলে পুড়ে ছাড়খাড় হব।
আধপোড়া বার্নইউনিটে উল্টো শুয়ে ধুকব না।


তারপর একদিন
গুঁড়ো গুঁড়ো ছাই থেকে ফিনিক্স হয়ে মেঘের উপরে রাজ করব,
একা।।


২৮ জানুয়ারি, ২০১৬