ট্রাফিক জ্যাম
               -------------


মেঘ কিছুক্ষণ বাতাসে লাড়াচাড়া করে-
ঘন হল, গাঢ় হল, সাথে হল কালো।
তারপর নিঃশব্দে কয়েক ফোঁটা মূত্র
শহরের বুকের মাঝ বরাবর বিসর্জিত হল।


শহর ঠান্ডা, শহরের কুকুরেরা ঠান্ডা।।


কিন্তু -
এ এক বিশেষ ইউরিন,
হাইলি ভিসকাস।
পরে আছে রাস্তায়, ভরে গেছে নর্দমায়।
প্যান্ট-পাজামা-প্লাজ্জু হাটু পেরিয়ে উঠেছে কোমরে।
গাড়ির চাকা লেগে গেছে পিচ পাথরে
খাঁজে খাঁজে।
যানবাহন থেমে আছে, যাত্রীগণ ঘেমে আছে,
উভলিঙ্গের ঠোঁটের কোণায় গান-
হাতের তালুতে বাজে মুহুর্মুহু ঊচ্ছ্বাস।


ট্রাফিক পুলিশের হাতে হাতে উঠেছে
স্ব স্ব দন্ড- সবুজ লাল দণ্ডায়মান।।


মূত্রে জেগে উঠেছে আজ এ অবেলায়
এ শহরের গ্যাংরিন।।


-  ২৮ সেপ্টেম্বর, ২০১৭
   মিরপুর ক্যান্টনমেন্ট,
   ঢাকা।।