বর্ষার বাতাস ভেসে ভেসে দরজা দিয়ে ঢোকে আমার ঘরে।
আমার পিঠ স্পর্শ করে প্রতিফলিত হয়ে চলে যায়।
সেই স্পর্শ ফুড়ে আমার হৃদপিন্ডে খঞ্জর চালায় বালিকা।
বাম অলিন্দ ডান নিলয়ে পদচিহ্ন এঁকে ফুসফুসে আসে,
বেরিয়ে পরে বাহিরে।
আমার ঠোঁটে ছুঁয়ে দিয়ে ভেসে যায় বর্ষার বাতাসে।
আমি চেয়ে থাকি নিষ্পলক...।।


-২৪ জুন, ২০১৮
মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা।