এ কেমন স্বাধীনতা
তোফায়েল আহমেদ টুটুল


স্বাধীন দেশে পরাধীন মোরা
এ কি আজব কান্ড?
পাষুন্ড পাক হানাদের বিনাশ
কেন করেছে লন্ড ভন্ড।


আজো দেখি লাল রক্তে রাঙ্গে
বাংলার মাটি অপবিত্র,
ভাইয়ের বুকে চলে গুলিবর্ষণ
বোনেরা হারায় সতীত্ব।


নির্বাক দৃষ্টি আঁখি জুড়ে বাবার
দিবানিশি করুণ আর্তনাদ,
কাফনে ঢাকিতে আপন সন্তান
পেতে চায় শুধু মৃত্যুস্বাধ।


শত শত চিতার অনলে জননী
জ্বলে পুড়ে কেবল অঙ্গার,
আহার নিদ্রা ছেড়ে পাগলীনী বেশে
বন বাদারে আত্মচিৎকার।


লাল সবুজের পতাকার বাংলাদেশ
শান্তি সুখের মানচিত্র আঁকা,
রাজাকার মীরজাফর স্বার্থন্বেষী নেতা
লঙ্গিত অধিকারে দেয় ধোকা।


ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে বাঙ্গলী
বাক স্বাধীণতা করেছে হরণ,
শাসকের হাতে শোষিত আমজনতা
এ কেমন স্বাধীণতা অর্জন?