আবার যদি তোমরা জাগ পূর্বাকাশে উঠবে রবি,
সোনার কিরণ ঝলমলিয়ে দেখাবে সুন্দর পৃথিবী।
আবার যদি দৃষ্টি মেলো সত্য ন্যায়ের রশ্নি জ্বেলে
জালিমের জুলুম অত্যাচার পুড়বে চিতার অনলে।


আবার যদি কদম ফেলো মানবতার কোমল মাটিতে,
দুঃখ কষ্টের লাঘব হবে ভরবে জীবন সুখ শান্তিতে।
আবার যদি হাত বাড়িয়ে দাও মিথ্যার আগ্রাসনে,
নিপাত হবে সকল জঞ্জাল পরাজিত শত্রু দুশমনে।


আবার যদি মিলিত কণ্ঠে কথা বল বাকযুদ্ধের উচ্চস্বরে
পিচাশ যত মানব দানব পালাবে সবাই ভয়ে ডরে।
আবার যদি কান পেতে দাও জ্ঞানী গুণীর বাণী শুনে,
সরল সঠিক সহজ রাস্তা মুক্তি পাবে অনুসরণে।


আবার কবে আমরা সবাই সমজোতায় এক হয়ে,
মানুষের মঙ্গল কল্যাণে ঝাপিয়ে পরবো নির্ভয়ে।
আবার কবে স্বপ্ন সাজিয়ে মানবতার বৃক্ষ রোপন অভিযানে,
সুখ শান্তির বসবাস হবে স্বর্গ রচনায় সুন্দর এই ভূবনে।