আবার তোরা মানুষ হ
তোফায়েল আহমেদ টুটুল


আবার তোরা মানুষ হ
পরিচয় দিতে উচ্চ শিরে,
দেশ জাতি বর্ণ গোত্র
ভেদাভেদ ভুলে নির্বিচারে।


আবার তোরা মানুষ হ
মানবতার বীজ রোপনে,
শিক্ষা দীক্ষা কর্ম কান্ড
বিবেকের জ্ঞান বাস্তবায়নে।


আবার তোরা মানুষ হ
সুখ দুঃখ ভাগাভাগিতে,
বিপদ আপদে একে অপরে
কাঁদে কাঁদে পাশে দাড়াতে।


আবার তোরা মানুষ হ
অন্যায় অত্যাচার প্রতিরোধে,
সত্য ন্যায়ের আদর্শ নীতি
রুক্ষ সমাজ সভ্যতার বিরুদ্ধে।


আবার তোরা মানুষ হ
পৃথিবীর বুকে শ্রেষ্ট হতে,
বিশ্ব এনে হাতের মুঠোয়
বিজয় উল্লাসে বিশ্ব মাতাতে।


আবার তোরা মানুষ হ
জন্মিলে কিন্তু হয় না মানুষ,
আপন অস্তিত্ব বিকশিত করে
জ্বালিয়ে পুড়িয়ে স্বার্থের মুখোশ।


আবার তোরা মানুষ হ
জগত সংসার জীবন যাপনে,
মহান ব্যক্তিত্বের অধিকারী
অমর থাকতে এই ভূবনে।।