অজ্ঞানী
তোফায়েল আহমেদ টুটুল


ওরে বোকা !  
মানব জীবন ক্ষণস্থায়ী,
জন্মিলে মরিতে হবে এইতো দুনিয়ার রীতি,
কে আসিল কে গেল কোথায় গড়েছে বসতি,
তুই কে জগত মাঝে অস্থিত্বের ধরবি বাজী?


ওরে মূর্খ !  
শরাব পানে নেশায় বেহুশ,
মাতাল হয়ে অন্ধকারে আবোল তাবোল বলা,
পথভ্রষ্ট আত্মভোলা সঠিক পথে হচ্ছেনা চলা,
সন্ধান করিতে তোর হবে কবে জ্ঞানের হুশ।


ওরে নির্বোধ !  
কাঁটা তুলে গাঁথিলি মালা,
পড়বি যখন সুখে গলায় বিঁষে মরবি জ্বালায়,
বিঁধিবে আপন কাঁটা আঘাতে তোর কলিজায়,
ফুলের সুভাষ কি পাবি ঝরিলে সন্ধ্যাবেলা?


ওরে অজ্ঞানী !
তোর পেটে আর কত ক্ষুধা?
পাহার জঙ্গল সাগর নদী করলি ভূমি দখল,
অট্টালিকার রাজ প্রাসাদে গড়ে সুখের মহল,
অন্ধকার কবরে শূণ্য হাতে যাবি সাদা সিদা।


ওরে মানুষ !
আখেরাতে তুই একা সঙ্গী বিহীন ,
আদালতের কাঠগড়ায় হাশর মাঠে আসামী,
কঠিন মীযান পুলসিরাতে নির্মম জগত স্বামী,
শাস্তি দিবে জাহান্নামে নিষ্ঠুর প্রভু দয়ামায়া হীন।।