আহত হৃদয়
তোফায়েল আহমেদ টুটুল


হৃদয়ে দেয়াল তোলে আড়ালে একা,
মনের আকাশ বিষন্নতার মেঘে ঢাকা,
স্মৃতির দর্পণে ঘুরে ফিরে অতীত দেখা,
ছলনার প্রতারণায় বার বার খাই ধোকা।


জীবনের স্বরলিপি হারিয়েছি যত আশা,
জলন্ত চিতা সাজায় বুক ভরা ভালবাসা,
বিচ্ছেদের সুধা পানে রঙিন কষ্টের নেশা,
দিবস রজনী উম্মাদনায় অন্তরে পিপাসা।


আঁখিদ্বয় অশ্রুধারায় খুঁজে মিলন মোহনা,
দুঃখের জোয়ারে প্লাবিত হয় হৃদয় সীমানা,
আঘাতের ঊর্মি আছড়ে তীর ভাঙ্গে দুখানা,
হতাশার বালুচর বুকে কষ্টের শিঁশির কণা।


কলঙ্কের পবন এসে লাগল জীবনে পালে,
আশার তরী ছিন্ন ভিন্ন ডুবিল গভীর জলে,
মন মাঝির বেহাল দশা দিক বিদিক ভুলে,
আহত হৃদয়ে বাঁচার স্বাধ কেমন করে চলে?