এই ফাগুনে
তোফায়েল আহমেদ টুটুল


এসেছো ফাগুন তুমি প্রকৃতির যৌবন,
বসন্ত ঋতু সাজিয়ে দিল সুন্দর ভূবন।
বৃক্ষশাঁখে পত্রমঞ্জুরী সবুজ সমারোহে,
পুষ্পের সৌরভে মেতেছে পৃথিবী মোহে।


শিমুল পলাশ বকুল চম্পা আর চামেলী
উদাস হৃদয়ে ফুটিল গোলাপ কুসুমকলি।
নব আনন্দে গাঁথিলাম প্রাণে ছন্দের তাল,
জীবনের বসন্ত আজিকে কৃষ্ণচুঁড়ার লাল।


কাননে আবির মাখানো মাধুরীর সুভাস,
মগডালে শুরু হল কোকিলের বসবাস।
পাপিয়ার আকুল করা মুখোরিত গানে,
মধুর সন্ধানে অলি ছুঁটে বেড়ায় মৌবনে।


বাসন্তীরা সবুজ টিপে লাল সাদা ও হলদে,
নিঃসঙ্গে সঙ্গোপনে মন প্রকৃতির সনে বেঁধে।
হৃদয় গগণে ফাগুনে উড়িছে পিয়াসী পাখি,
কার ছোঁয়া পেতে কার ছায়া অন্তরে মাখি।


ভ্রমরাটা গুন গুনিয়ে গায় অচীন এক সুরে,
হৃদয়ের ডাক শুনবে কি তুমি কোন সুদূরে?
দূর অজানা রাখালিয়ার বংশীর ধ্বনি শুনে,
স্পন্দিত আজ দখিণা পবনে এই ফাগুনে।।