আজ বড় ভয় হয়


এভাবে তুমি কেন তাকাও?
চোখের ভাষায় সজ্ঞাহীন,
আমার ভালোবাসা জানি
তোমার নিকটে মূল্যহীন।
ভালো মন্দ যত চিন্তা ভাবনা
তোমাকে দেয়া উপদেশ বাণী,
আঘাতে অপমানে তীব্র ঘৃণা
আমার অধিকার নিলে ছিনি।


আপনাকে ভুলে দায়িত্ব কর্তব্য
পালন করিতে ছিলাম ব্যস্ত,
তোমার সুখ শান্তি পরশ যেথা
আমি ছিলাম না সেথা ন্যাস্ত।
সামনে এসে আজ নিরব চোখে
কি কথা বলিতে সদা ব্যকুল,
ভয় হয় বড় সাহস নেই বুকে
জানার আগ্রহে যদি করি ভুল।


মরিচিকার পিছনে নিত্য তুমি
আলেয়া ভেবে অন্ধকার পথে,
পবিত্র প্রেমের নিবিড় সম্পর্ক
আমি চড়াতে চাই স্বর্গের রথে।
উপেক্ষার অবজ্ঞা অবহেলা যবে
ভেবেছিলে আমি সস্তা নগন্য,
আজ কি আমার প্রেমের সাধনা
তোমার জীবন করে দিল ধন্য?


না না আমি ভাবছি মিছে কল্পনা
তোমার হবে না কভু পরিবর্তণ,
অন্তরে বাহিরে প্রতারণার আশ্রয়
স্বার্থের টানে কর মধুর আলিঙ্গণ।
বিশ্বাস করি না আজকে তোমায়
ভয় করি তোমার পাতানো ফাঁদ,
নিঃস্ব এখন রিক্ত আমি শূণ্য হস্তে
মিটবে কি করে তৃষিত প্রেমের সাদ?